মশা কামড় দিলে চুলকায় কেন?

প্রশ্ন :

মশা কামড় দিলে সেই জায়গাটিতে চুলকায় কেন?

প্রশ্নটা খুব সহজ। কিন্তু এর সূত্র ধরে একটু গভীরে গেলে মজার একটা ব্যাপার আমরা জানতে পারব। মশা কামড় দিলে আমাদের ত্বকের স্পর্শানুভূতি মস্তিষ্কে খবর পাঠায় যে কিছু একটা খোঁচা দিচ্ছে। সঙ্গে সঙ্গে নির্দেশ—হাত চলে যাও, দেখো কী হচ্ছে। একটু চুলকে দিলেই হয়তো চলবে। এই হলো ব্যাপার। কিন্তু আসল ব্যাপার একটু অন্য রকম। মশা তো জানে হাত চুলকাতে এলে তো সে রক্ত চুষে নিতে পারবে না। আর তা ছাড়া ত্বক ফুটো করে হুল ফোটানোও কঠিন। তাই প্রথমে সে তার হুল থেকে একধরনের রাসায়নিক পদার্থ বের করে, যা ত্বকের ওই অংশকে কিছুটা তেলতেলে ও নরম করে এবং সাময়িকভাবে অবশ করে। এরপর মশা নিশ্চিন্তে রক্ত চুষে চম্পট দেয়। আমরা টেরও পাই না। কয়েক সেকন্ড পর চুলকানি অনুভব করি। তখন মারি চাপড়। কিন্তু ততক্ষণে মশা হাওয়া। এ জন্যই মশা মারা এত কঠিন।

সামি তাজ, দশম শ্রেণি, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর।