ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার আসল রহস্য কী?

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়। এর আগে প্রায় সাড়ে ১৬ কোটি বছর ধরে ডাইনোসর পৃথিবী দাপিয়ে বেড়িয়েছে। এত প্রভাবশালী প্রাণী কীভাবে বিলুপ্ত হলো, সেটা অনেকের কাছেই এক রহস্য। বিজ্ঞানীরা বলেন, ওই সময় এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীপৃষ্ঠে আঘাত হানে। বিরাট বিস্ফোরণ ঘটে। মাসের পর মাস আকাশ ধোঁয়াচ্ছন্ন থাকে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। ফলে বনাঞ্চলের উদ্ভিদ সব বিলুপ্ত হয়ে যায়। এটাই হয়েছে ডাইনোসরের কাল। কারণ, ওরা মূলত গাছ, লতাপাতা খেয়েই বাঁচত। শেষ পর্যন্ত খাদ্যাভাবেই ডাইনোসরের বিলুপ্তি ঘটে বলে বিজ্ঞানীরা মনে করেন। তবে এ বিষয়ে গবেষণা এখনো চলছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​প্রশ্ন করেছেন চিটাগাং আইডিয়াল হাইস্কুলের এস এম আহসান হাবীব

*লেখাটি ২০২২ সালে বিজ্ঞানচিন্তার মে সংখ্যায় প্রকাশিত