আমাদের ডান হাত বাঁ হাতের চেয়ে অধিক কর্মক্ষম কেন?

কেন, আমরা কি ক্রিকেটের মাঠে অনেক নামীদামি খেলোয়াড়কে বাঁ হাতে বোলিংয়ে রেকর্ড করতে, বাঁ হাতে ব্যাটিং করে সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখছি না? তাহলে তো বুঝতেই পারছি, সাকিবের মতো আন্তর্জাতিকভাবে সেরা ক্রিকেটারের বাঁ হাত বরং বেশি চলে, বেশি কর্মক্ষম। আসল ব্যাপারটা ঘটে মস্তিষ্কে। আমাদের মস্তিষ্কের কার্যক্রম পরিচালনার বিষয়ে মস্তিষ্ককে লম্বালম্বি দুই সমান অর্ধগোলকে ভাগ করা যায়। মস্তিষ্কের বাঁ পাশ দেহের ডান পাশের অঙ্গপ্রত্যঙ্গ ও অন্যান্য কাজ চালায় এবং ডান পাশ শরীরের বাঁ পাশের অঙ্গপ্রত্যঙ্গ ও অন্যান্য কাজ চালায়। যাঁদের ডান হাত বেশি চলে, তাঁদের হাতের কাজে মস্তিষ্কের বাঁ অংশ বেশি সক্রিয় থাকে। যাঁদের বাঁ হাত বেশি চলে, তাঁদের হাতের কাজে মস্তিষ্কের ডান অংশ বেশি সক্রিয়। হাতের কাজের ক্ষেত্রে বেশির ভাগ মানুষের মস্তিষ্কের বাঁ অংশ বেশি সক্রিয় থাকে। তাই ওদের ডান হাত বেশি কর্মক্ষম। কিন্তু বেশ কিছু মানুষের বাঁ হাতও সমদক্ষতাসম্পন্ন, তাদের মস্তিষ্কের ডান পাশ হাতের সক্রিয়তার ব্যাপারে বেশি সক্রিয়।

প্রশ্নটি করেছে ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থী দেবজিৎ শর্ম্মা প্রীতম