আমরা চাঁদের শুধু এক পিঠ দেখি কেন

চাঁদপ্রতীকী ছবি

চাঁদের শুধু এক পিঠই যে পৃথিবী থেকে সব সময় দেখতে পাই, এর প্রধান কারণ হলো, চাঁদ পৃথিবীর সঙ্গে বিশেষ একভাবে বাঁধা আছে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় টাইডাল লক। চাঁদ পৃথিবীর সঙ্গে টাইডালি লকড আছে। এমনভাবে আটকে আছে যে চাঁদ নিজের অক্ষরেখার চারপাশে ঘুরলেও এর উল্টো দিক পৃথিবী থেকে দেখা যায় না।

তাহলে চাঁদ কীভাবে পৃথিবীর চারপাশে ঘোরে? পৃথিবী প্রায় ২৪ ঘণ্টায় নিজ অক্ষরেখার চারপাশ একবার আবর্তন করে। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি প্রায় ২৪ ঘণ্টা। তাই পৃথিবীতে দিন ও রাতের মিলিত দৈর্ঘ্য ২৪ ঘণ্টা। কিন্তু চাঁদ নিজ অক্ষরেখার চারপাশ আবর্তনে সময় নেয় প্রায় সাড়ে আটাশ দিন। অর্থাৎ চাঁদের দিন ও রাতের মিলিত দৈর্ঘ্য প্রায় সাড়ে আটাশ দিন। আবার নিজে পৃথিবীর চার পাশে একবার ঘুরে আসতেও চাঁদের প্রায় একই সময় লাগে, অর্থাৎ প্রায় সাড়ে আটাশ দিন। এ কারণেই আমরা প্রতি রাতে চাঁদের যে পিঠ দেখি, সেটা আগের রাতে দেখা চাঁদের চেয়ে মাত্র সামান্য অংশ বেশি। অনেক আগে অবশ্য চাঁদ পৃথিবীর চারপাশে আরও দ্রুত গতিতে ঘুরত। পরে ধীরে ধীরে গতি কমে আসে। বর্তমানে চাঁদ চমকপ্রদ ও সমন্বিত স্থির গতি অর্জন করেছে। সে কারণেই আমরা পৃথিবী থেকে সব সময় চাঁদের এক পিঠ দেখতে পাই। আমরা চন্দ্রকলায় যে হ্রাস–বৃদ্ধি দেখি, সেটা আসলে চাঁদের দিন থেকে রাত ও রাত থেকে দিনে উত্তরণ পর্ব। পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় চাঁদ একই সঙ্গে তার নিজ অক্ষরেখার চারপাশেও ঘুরতে থাকে। তবে এখানে বলা দরকার যে চাঁদের দিন ও রাতে উত্তরণকালীন পর্বে চাঁদের উল্টো পিঠের সামান্য অংশ পৃথিবী থেকে দেখা যায়, এরপর আবার ধীরে ধীরে চাঁদের একই পিঠ পৃথিবী থেকে দৃশ্যমান হতে থাকে। সব মিলে পৃথিবী থেকে চাঁদের এক পিঠই কেবল আমরা সব সময় দেখি।

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত