বৃষ্টি বা পানির ফোঁটা গোল কেন?

এর একটি সহজ উত্তর আছে। পড়ন্ত বস্তু ওজন হারায় বলে বৃষ্টির ফোঁটা গোল। কিন্তু কথাটির অর্থ কী? অর্থ হলো যেকোনো তরল পদার্থ তার সারফেস টেনশনের জন্য সব সময় সবচেয়ে কম আয়তনের আকৃতি ধারণ করতে চায় এবং কিছু তরল পদার্থ গোলাকার হলেই কেবল সবচেয়ে কম আয়তনের আকার ধারণ করতে পারে। যখন বৃষ্টির পানি পড়তে থাকে, সেটি ওজন হারায় এবং ফলে ওজনহীন অবস্থায় সেই তরল ফোঁটাগুলো সবচেয়ে কম আয়তন, গোলাকার ধারণ করে। এখানে অবশ্য পড়ন্ত অবস্থায় এর ওপর বাতাসের চাপ অগ্রাহ্য করা হয়েছে। আসলে বাতাসের চাপ বেশি থাকলে বৃষ্টির ফোঁটাগুলো একটু লম্বাটে গোল হয়।