মানুষের মস্তিষ্কে এত স্মৃতি কীভাবে জমা হয়

প্রশ্ন: মানুষের মস্তিষ্কে এত স্মৃতি কীভাবে জমা হয়?

উত্তর: কোনো ঘটনার স্মৃতি ধরে রাখার জন্য মস্তিষ্কের বিশেষ ব্যবস্থা থাকে। নিউরনগুলো নতুন নতুন সংযোগ স্থাপনের মাধ্যমে স্মৃতি ধারণ করে। একটি আইপ্যাড বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে হয়তো কয়েক গিগাবাইট মেমোরি থাকে। কিন্তু মস্তিষ্কের নিউরনগুলো একে অপরের সঙ্গে এমনভাবে সম্মিলন ঘটায় যে এদের প্রত্যেকে অসংখ্য স্মৃতি ধারণের সঙ্গে জড়িত হয়। ফলে মস্তিষ্কের আকার ছোট হলেও এর স্মৃতির ধারণক্ষমতা প্রায় আড়াই পেটাবাইট। এটা প্রায় ১০ লাখ গিগাবাইটের সমান। স্মৃতি পুনর্বিন্যাসের পর সেগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশে নিউরনের গ্রুপ হিসেবে সাজানো থাকে। পরে স্মৃতি রোমন্থনের সময় সেই নিউরনগুলো প্রথমে যেভাবে সজ্জিত হয়েছিল, ঠিক একই ধারাবাহিকতায় প্রজ্বলিত হয়। ফলে স্মৃতিতে সঞ্চিত তথ্য অবিকৃতভাবে মনে পড়ে।

সুস্মিতা সরকার, সপ্তম শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা

*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায় প্রকাশিত