মহাবিশ্বের সব গ্রহ গোলাকার কেন?

প্রশ্ন :

মহাবিশ্বের সব গ্রহ আকারে গোল কেন?

গ্রহগুলোর সৃষ্টির শুরুতে গ্যাসীয় পদার্থ ও ধূলিকণা পারস্পরিক আকর্ষণে জমাট বেঁধে তাদের কেন্দ্রবিন্দুর চারপাশে ঘুরতে শুরু করে। এই ঘূর্ণনের কারণ হলো তাদের ইনার্শিয়া বা জড়তা। এর ফলে মহাশূন্যে ঘূর্ণমান বস্তুর ভর-বেগ ও দিক অপরিবর্তিত থাকে। যেহেতু তাদের ওপর বাইরের কোনো বল কাজ করে না, তাই তাদের ঘূর্ণন গতি অব্যাহত থাকে। এ অবস্থায় মহাকর্ষ বলের আকর্ষণে ঘূর্ণমান বস্তুপিণ্ড গোলাকার ধারণ করে। কারণ, ওই বস্তুর প্রতিটি অংশ কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। বস্তুপিণ্ড বড় হলে মহাকর্ষ বলও অনেক বেশি হয়। এ অবস্থায় ঘূর্ণমান বস্তু ন্যূনতম আয়তন ধারণ করে। গোলাকার বস্তুর আয়তনই ন্যূনতম। এসব কারণে গ্রহগুলো মূলত গোলাকার।