মরিচ সব সময় ঝাল হয় কেন

পেকে লাল টকটকে হয়ে উঠেছে মরিচছবি: এম সাদেক

প্রশ্ন :

মরিচ সব সময় ঝাল হয় কেন?

মরিচে ঝাল বলেই তো এর এত কদর। যদি ঝাল না হতো, তাহলে আমাদের খাবারের স্বাদই হয়তো অনেক কমে যেত। অবশ্য ইউরোপ–আমেরিকার মানুষ ঝাল পছন্দ করে না, তাই তাদের মরিচের চাহিদা কম। এখন প্রশ্ন হলো, মরিচের ঝালের উৎস কী। মরিচে ক্যাপসাইসিন নামের একধরনের রাসায়নিক উপাদান থাকে। এটাই ঝালের মূল উৎস।

প্রশ্ন করেছে মুন্সিগঞ্জের এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তানহা আমিন

*লেখাটি ২০২২ সালে বিজ্ঞানচিন্তার জুন সংখ্যায় প্রকাশিত