মহাশূন্যে তাপমাত্রা ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াসের কম হতে পারে না কেন?

প্রশ্ন :

মহাশূন্যে তাপমাত্রা ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াসের কম হতে পারে না কেন?

কোনো বস্তু বা গ্যাসের তাপমাত্রা নির্ভর করে তার ভেতরের কণার গতির ওপর। গতি কম হলে তাপমাত্রা কম থাকে। যখন কণাগুলো গতিহীন হয়ে পড়ে, তখন ওই বস্তু বা গ্যাসের তাপমাত্রা ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস বা ০ কেলভিন। যেহেতু তাপমাত্রা কণাগুলোর গতির ওপর নির্ভর করে, তাই ওগুলো গতিহীন হয়ে যাওয়ার পর আর তাপমাত্রা কমে যাওয়ার সুযোগ থাকে না। সে জন্যই মহাশূন্যে কোনো বস্তু বা গ্যাসের তাপমাত্রা এটাই সর্বনিম্ন। এ বিষয়ে বিজ্ঞানচিন্তা মার্চ সংখ্যায় কার্যকারণ বিভাগে বিস্তারিত লেখা হয়েছে।