প্রশ্ন :
অনেক সময় কুকুর-বিড়ালকে ঘাস বা ঝোপঝাঁড় থেকে লতাপাতা চিবুতে দেখা যায় এর পেছনের যুক্তিটা কি? এদের মধ্যে কেউ কেউ কি আংশিক তৃণভোজী?
বিড়াল মাছ খেতে ওস্তাদ। কুকুর মাছ–মাংস সবই খায়। কিন্তু মাঝেমধ্যে ওরা ঘাস লতা–পাতাও খায়। অথচ ওরা কিন্তু তৃণভোজী প্রাণী না। মূলত মাংসাশী। তাহলে ঘাস খায় কেন? এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। তবে দেখা গেছে ঘাস খাওয়ার পরপর কুকুর–বিড়াল বমি করে। এ থেকে প্রাণী বিজ্ঞানীরা বলেন, কোনো কারণে পেটের গণ্ডোগোল অর্থাৎ খাদ্য পরিপাকে সমস্যা হলে ওরা ঘাস খায়, যেন পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া বের করে দিয়ে সুস্থ হয়ে উঠতে পারে। কুকুর–বিড়ালের তো ডাক্তার নেই যে পেটের সমস্যা হলে চিকিৎসা নেবে। তাই নিজের ডাক্তারি নিজরাই করে। ঘাস, লতা–পাতা ওরা ওষুধ হিসাবে খায়। এতে কাজও হয়। সুস্থ হয়ে ওঠে। প্রায় ২৫ শতাংশ কুকুর ঘাস খেয়ে বমি করে। অন্যরা পরিপাক তন্ত্রের সক্ষমতা বাড়ানর জন্য ঘাস খায়।
নাফিসা তাবাসসুম, ৯ম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল আজিমপুর, ঢাকা।