বইমেলায় বিজ্ঞানের বই ৫

ফেব্রুয়ারি বইপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় উৎসব। নতুন বইয়ের মোড়কে আনন্দের ঢল নামে। মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে বাংলা একাডেমি। এ মাসে প্রকাশিত হয় বছরের প্রায় সব বিজ্ঞানের বই। ২০২৫ বইমেলায় প্রকাশিত এরকম দারুণ সব বই থেকে বাছাইকৃত কিছু বই নিয়ে এ আয়োজন।

বইমেলাফাইল ছবি

পঞ্চাশটি বিস্ময়কর আবিষ্কারের গল্প

আবদুল গাফফার রনি

প্রকাশক: বাতিঘর

পৃষ্ঠা: ১২৮

দাম: ৩৫০ টাকা

বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর পেছনে কত ঘটনাই তো আছে। কিছু আবিষ্কার বিস্ময়কর, কাকতালীয়, অদ্ভুত, কিছু আবার নেহায়েতই দুর্ঘটনার ফল। নিষ্ঠা আর পরিশ্রমের সঙ্গে কখনো সৌভাগ্যও বদলে দিয়েছে অনেক আবিষ্কারের গল্প। আবিষ্কার যেমনই হোক, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কারের পেছনে রয়েছে অদ্ভুত সব কাহিনি। সে সব যেমন চমক লাগায়, তেমনি আনন্দ দেয়। এরকম ৫০টি কাহিনি নিয়ে এই বই।

জীববিজ্ঞানের অদ্ভুত জগৎ

আহমাদ মুদ্দাসসের

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১১২

দাম: ৩০০ টাকা

যদি গুগল করো ‘কাশি আর রোগনির্ণয়’, তবে পাবে—তোমার যক্ষ্মা হয়েছে। যদি গুগল করো ‘জ্বর এবং লালচে’, তবে তোমার ইবোলা হবে। যদি গুগল করো ‘আমার নাক দিয়ে পানি পড়ছে’, গুগল হয়তো বলবে, এই নাকের পানি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তোমার মস্তিষ্ক গলে বেরোচ্ছে। যদি তুমি ‘চুলকানি এবং কী হতে পারে’ লিখে গুগল করো, তবে তোমার অ্যানাফিল্যাকটিক শক বা সাইকোসিস হবে। মোট কথা, গুগলে দেখা রোগের উপসর্গ মিলে গেলেই ভেবো না, ওই রোগটাই বাসা বেঁধেছে তোমার শরীরে। তোমার রোগের লক্ষণ কেন গুগল করা যাবে না—এ প্রশ্নের উত্তরসহ অদ্ভুতুড়ে সব প্রাণরসায়ন এবং বায়োলজির নানা বিষয় নিয়ে এই বই।

অণু জীববিজ্ঞানের নানা কথা

সৌমেন সাহা

প্রকাশক: মাইক্রোটেক পাবলিকেশন্স

পৃষ্ঠা: ১৬০

দাম: ৩০০ টাকা

মানুষের অজানা, অচেনা বিষয়গুলোর রহস্য ভেদ করতে গিয়ে মেলবন্ধন ঘটে বিজ্ঞান ও প্রযুক্তির। বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনের নতুন একটি প্রয়াস জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই বইয়ের আসল উদ্দেশ্য হলো জীন ও জীবন রহস্যের সামান্য একটা পর্দা উন্মোচন করা, যাতে উৎসাহী পাঠকের কৌতূহল উসকে দেওয়া যায়।

কোয়ান্টাম রাজ্যের গল্প

মুহাম্মদ শামীমুজ্জামান

প্রকাশক: স্টুডেন্ট ওয়েজ

পৃষ্ঠা: ১২০

দাম: ৩০০ টাকা

কোয়ান্টাম মেকানিকসের জটিল বিষয়গুলো সহজ ভাষায় এবং গল্পের আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটি পাঠকদের ক্ষুদ্রতম কণার রহস্যময় জগতে এক মনোমুগ্ধকর যাত্রায় নিয়ে যাবে। কোয়ান্টাম মেকানিকসের ধারণা এবং এর দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্ক দিয়ে শুরু হয়েছে বইটি। এরপর পাঠককে পরমাণুর গঠন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং কোয়ার্কের কার্যকারিতা সম্পর্কে জানানো হয়েছে। আলো ও শক্তির সম্পর্ক এবং আলোর তরঙ্গ ও কণার দ্বৈত প্রকৃতি সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে এতে। 

আরও পড়ুন

অ্যাস্ট্রোফিজিকস ফর পিপল ইন আ হারি

নীল ডিগ্র্যাস টাইসন

অনুবাদ: আবুল বাসার ও উচ্ছ্বাস তৌসিফ

প্রকাশক: বাতিঘর

পৃষ্ঠা: ১৬০

দাম: ৪০০ টাকা

জ্যোতিঃপদার্থবিজ্ঞান নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। মহাবিশ্বের জন্ম হলো কীভাবে, কৃষ্ণগহ্বর কি সত্যিই আছে, মহাকাশে কী ঘটছে, ডার্ক ম্যাটারের রহস্যটা কী—এরকম হাজারো প্রশ্ন মানুষের মনে উঁকি দেয়। কিন্তু এসব বিষয় যথাযথভাবে জানার যথেষ্ট সময় বা সুযোগ অনেকেরই মেলে না। তাদের কথা ভেবেই জনপ্রিয় টেলিভিশন সিরিজ কসমসখ্যাত জ্যোতিঃপদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন সহজ-সরল ভাষায় লিখেছেন অ্যাস্ট্রোফিজিকস ফর পিপল ইন আ হারি। 

ছবি: রকমারি

গণনার কিছু কৌশল

দিপু সরকার

প্রকাশক: তাম্রলিপি

পৃষ্ঠা: ২৩১

দাম: ৬০০ টাকা

আমরা সবাই গুণতে পারি। গুণতে শেখা কখনো পানির মতো সহজ, আবার কখনো সাগরের মতো গভীর। প্রথমে খুব সোজা মনে হয়, কিন্তু একটু পরেই বুঝতে পারবে, কত ধানে কত চাল। 

আরও পড়ুন

গণিতের চমক

কাজী আকাশ

প্রকাশক: স্বপ্ন ৭১

পৃষ্ঠা: ১১২

দাম: ৩০০ টাকা

সহজে গণিত করার কৌশল আছে এই বইয়ে। যাদের গণিতভীতি আছে, তাঁরা এই বই পড়ে উপকার পেতে পারে। কারণ এখানে গণিতের জটিল কোনো সমীকরণ ছাড়া আনন্দের সঙ্গে কীভাবে গণিত করা যায়, তা বলা আছে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও বর্গ করা যাবে চোখের নিমেষে।

আরও পড়ুন