বইমেলায় বিজ্ঞানের বই ৪

ফেব্রুয়ারি বইপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় উৎসব। নতুন বইয়ের মোড়কে আনন্দের ঢল নামে। মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে বাংলা একাডেমি। এ মাসে প্রকাশিত হয় বছরের প্রায় সব বিজ্ঞানের বই। ২০২৫ বইমেলায় প্রকাশিত এরকম দারুণ সব বই থেকে বাছাইকৃত কিছু বই নিয়ে এ আয়োজন।

মহাবিশ্বের রহস্য সন্ধানে

প্রদীপ দেব

প্রকাশক: অনুপম

পৃষ্ঠা: ১২০

দাম: ২৮০ টাকা

রোমাঞ্চকর রহস্যোপন্যাসের চেয়েও রহস্যময় আমাদের এই মহাবিশ্বের রহস্য উদ্‌ঘাটনে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন হাজার বছর ধরে। গ্যালিলিওর টেলিস্কোপ বিজ্ঞানীদের দৃষ্টিসীমা বাড়িয়ে দিয়েছে, নিউটনের মহাকর্ষ সূত্র সহজ করে দিয়েছে মহাবিশ্বের গ্রহ-নক্ষত্র-গ্যালাক্সিগুলোর গতি-প্রকৃতির হিসাব। এই বইয়ে এমন কিছু মাইলফলক সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যা আমাদের মহাবিশ্বের রহস্য সন্ধানে ব্যাপক ভূমিকা রাখছে।

আবিষ্কারের কাহিনি

আবুল বাসার

প্রকাশক: প্রথমা

পৃষ্ঠা: ১৫২

দাম: ৪০০ টাকা

কৌতূহল হলো জীবনযাপনের মসলা। প্রাকৃতিক রহস্য উদ্ঘাটনে কৌতূহলী বিজ্ঞানীরা যেভাবে কাজ করেন, তাকে তুলনা করা চলে গোয়েন্দাদের কাজের সঙ্গে। একটা ঘটনা ঘিরে যে রহস্য দানা বাঁধে, তা নিবিড় পর্যবেক্ষণ, যুক্তির অস্ত্র আর ক্ষুরধার মগজ ব্যবহার করে একে একে ব্যাখ্যা করেন গোয়েন্দা। পুরো ব্যাপারটাই রোমাঞ্চকর। বিজ্ঞানীরাও গোয়েন্দাদের মতো প্রায় একইভাবে কাজ করেন। একই রোমাঞ্চ কাজ করে বিজ্ঞানীদের কাজের পদ্ধতি ও আবিষ্কারের সময়টুকুতে। এ বইয়ে তেমন কিছু আবিষ্কারের কাহিনি এবং কজন বিজ্ঞানীর কার্যপদ্ধতি ও চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মেরি কুরি ও পিয়ের কুরি, কার্ল শোয়ার্জশিল্ড, আইজ্যাক নিউটন, মাইকেল ফ্যারাডে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আলবার্ট আইনস্টাইনসহ আরও কয়েকজন। তাঁদের আবিষ্কার ও সেগুলোর পেছনের রোমাঞ্চকর আখ্যান এ বই।

পঞ্চাশটি বিষ্ময়কর আবিষ্কারের গল্প

আবদুল গাফফার রনি

প্রকাশক: বাতিঘর

পৃষ্ঠা: ১২৮

দাম: ৩৫০ টাকা

বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর পেছনে কত ঘটনাই-না আছে। কিছু আবিষ্কার বিস্ময়কর, কাকতালীয়, অদ্ভুত, কিছু আবার নেহায়েতই দুর্ঘটনার ফল। নিষ্ঠা আর পরিশ্রমের সঙ্গে কখনো সৌভাগ্যও বদলে দিয়েছে অনেক আবিষ্কারের গল্প। আবিষ্কার যেমনই হোক, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অনেক আবিষ্কারের পেছনে রয়েছে অদ্ভুত সব কাহিনি। সে সব যেমন চমক দেয়, তেমনি দেয় আনন্দ। কাকতালীয়, বিস্ময়কর এসব কাহিনি সব বয়সী পাঠকদের ভালো লাগবে।

ঝটপট গণিত: সহজ কলাকৌশল

কাজী আকাশ

প্রকাশক: প্রথমা

পৃষ্ঠা: ১৪৪

দাম: ৩০০ টাকা

হিসাব-নিকাশ ছাড়া আমরা এক দিনও চলতে পারি না। শিক্ষার্থীদের, বিশেষ করে চাকরিপ্রার্থী বা ভর্তি পরীক্ষার্থীদের জন্য কথাটা আরও বেশি প্রযোজ্য। তাই এ বই সবার জন্য। বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ৩০ দিনে সবাই শেষ করতে পারেন। এক মাস পরে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সমাধান করা যাবে নিমেষে।

ব্ল্যাকহোলে হট্টগোল

আসিফ মেহ্দী

প্রকাশক: কথাপ্রকাশ

পৃষ্ঠা: ৫৬

দাম: ২০০ টাকা

মহাকাশে চরে বেড়াচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময় ব্ল্যাকহোল। এই মহাজাগতিক বস্তুর আচার-আচরণ, তার ভেতরের অবস্থা আমাদের চিন্তার জগতে প্রবল ঝাঁকুনি দেয়। ব্ল্যাকহোলের পেটের ভেতরের তালগোল পাকানো অবস্থা মানবজাতির সব কল্পনাকে হার মানিয়ে দেয়। সেখানে কোনো কিছুই মেনে চলে না আমাদের জানাশোনা বিজ্ঞানের সূত্র বা তত্ত্ব। তার পৃষ্ঠসীমা থেকে কেন্দ্র পর্যন্ত সব কিছু ঘটে অদ্ভুতুড়ে উপায়ে; চলে রীতিমতো হট্টগোল। ব্ল্যাকহোলের একদম ভেতরে স্থান ও সময়ের গোলমেলে অবস্থা সৃষ্টি করে নানা অকল্পনীয় পরিস্থিতি। মজার সব গল্পের মাধ্যমে আনন্দ নিয়ে সেসব জানতে ব্ল্যাকহোলে হট্টগোল!

জলবায়ু বিপর্যয় আমাদের কোথায় নিয়ে যাবে

আহমাদ মুদ্দাসসের

প্রকাশক: জ্ঞানকোষ

পৃষ্ঠা: ১১২

দাম: ৩০০ টাকা

পৃথিবীতে এক বছরে মানুষ প্রায় ৫১ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছাড়ে। এক বিলিয়ন টন দেখতে কেমন, তা কল্পনা করা কঠিন। তবে স্কেল হিসেবে বলা যায়, এটি মিসরের গিজার প্রায় সাড়ে আট হাজার গ্রেট পিরামিডের সমান হবে। এই কার্বন শোষণের প্রাকৃতিক উপায় আছে। গাছ, পানি, সমুদ্রের ইকোসিস্টেম বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সরিয়ে ফেলার কাজ করে। কৃত্রিমভাবে বাতাস থেকে কার্বন সরানোর জন্য অনেক দিন ধরেই বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা কাজ করছেন। সেসব বিষয় নিয়েই এই বই।

বিশ্বভরা রহস্যসমগ্র

সৌমেন সাহা

প্রকাশক: অনুপম

পৃষ্ঠা: ৪৬৪

দাম: ৮০০ টাকা

নানা রহস্যে ভরপুর এই পৃথিবী। বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা কিছু রহস্যের পর্দা সরাতে পেরেছেন। তবে এখনো এমন অনেক রহস্য রয়েছে, যার সমাধান বিজ্ঞানীরা আজও করতে পারেননি। মহাবিশ্বে প্রতিদিন নতুন কিছু ঘটছে, বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও সেসব ঘটনার কথা আজও জানতে পারেনি মানুষ। পৃথিবীতেও এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলোর গোপন রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি। এমনই কিছু অদ্ভুত ঘটনা বা বিচিত্র ঘটনা সম্পর্কে এই বইয়ে বলা হয়েছে।