বিড়াল কেন ছোট্ট জায়গা পছন্দ করে

একাকী ধরনের প্রাণী হিসেবে বিড়াল নিরাপত্তার জন্য লুকিয়ে থাকতে পছন্দ করেছবি: সংগৃহীত

পোষা প্রাণী হিসেবে বিড়ালের বেশ কদর আছে পৃথিবীজুড়ে। কারণটা বোঝাও কঠিন নয়। তুলতুলে এই প্রাণীকে দেখলেই আদর করতে ইচ্ছে করে অনেকের। বিড়ালের বুদ্ধিও বেশ। সমস্যা হলো, প্রাণীটি ভীষণ অলস। দিনের প্রায় ১৮ ঘন্টাই ঘুমিয়ে কাটায়। বিড়াল যে এত ঘুম কাতুরে, তার কারণ আছে। মজার ব্যাপার হলো, বিড়ালকে ঘুমানোর জন্য আপনি যত বড় জায়গাই দেন না কেন, সে ছোট্ট ঘুপচি ধরনের জায়গাতেই গুটিসুটি মেরে ঘুমাতে পছন্দ করে। শুধু ঘুমানোর জন্য নয়, এরা এমনিতেও ছোট্ট ও কিছুটা আবদ্ধ জায়গা বেশ পছন্দ করে। কারণটা কী?

বিড়ালের তাপমাত্রা কারণে ছোট্ট জায়গা পছন্দ করে
ছবি: সংগৃহীত

সলিটারি বা একাকী ধরনের প্রাণী হিসেবে বিড়াল নিরাপত্তার জন্য লুকিয়ে থাকাকে প্রাধান্য দেয়। তবে এ কারণে বিড়াল ছোট্ট জায়গা পছন্দ করে, বিষয়টা এমন নয়। প্রাণী বিশেষজ্ঞদের মতে, বিড়ালের ছোট্ট জায়গা পছন্দ করার কারণ আসলে তাপমাত্রা। আদুরে প্রাণী বলেই হয়তো বিড়াল উষ্ণতা একটু বেশি পছন্দ করে। ৩০ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিড়ালের জন্য সবচেয়ে আরামদায়ক। অন্যদিকে আমাদের জন্য আরামদায়ক তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

শীতের দিনে আমরা নিজেকে উষ্ণ করতে অনেকসময় গুটিসুটি হয়ে ঘুমাই। এতে শরীরের তাপ বাইরে কম যায়। নিজের তাপে নিজ দেহ উষ্ণ থাকে। বিড়ালের বিষয়টাও এমন। নিজেকে উষ্ণ রাখতেই মূলত ওরা গুটিয়ে রাখে। আর জুতার বাক্সের মতো ছোট্ট জায়গা এ কাজে ওদের ভালোই সাহায্য করে। এ কারণেই ছোট্ট জায়গা বিড়ালের এত পছন্দ।

লেখক: শিক্ষার্থী, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: সায়েন্স ফোকাস

বিড়াল নিয়ে আরও পড়ুন