জ্বর হলে ঠান্ডা লাগে কেন?

প্রশ্ন: আমাদের জ্বর এলে শরীরের তাপমাত্রা বেশি থাকে। তবু কেন ঠান্ডা অনুভূত হয়?

মনি আক্তার, ঠিকানাবিহীন

উত্তর: জ্বর আসলে সংক্রমণের বিপরীতে আমাদের শরীরের একটি তড়িৎ ও প্রয়োজনীয় প্রতিক্রিয়া ছাড়া কিছু নয়। ভাইরাস, ব্যাকটেরিয়া বা যেকোনো জীবাণুর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ হলো এই জ্বর বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। এই প্রতিরোধ তৈরি করার জন্য আমাদের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক এলাকা, হাইপোথ্যালামাস শরীরের অন্তর্গত বা ইন্টারনাল থার্মোস্ট্যাটকে একটু উঁচুতে সেট করে নেয়। ফলে শরীরের অন্যান্য অঙ্গ এই থার্মোস্ট্যাটে নিজেদের মানিয়ে নিতে বাড়তি তাপ বা হিট তৈরি করতে শুরু করে। ফলে ত্বকের পেশি সংকুচিত হয়। গা কাঁপতে থাকে বা কাঁপুনি শুরু হয়। লোম খাড়া হয়ে যায়। যাতে ত্বক অতিরিক্ত তাপ ছেড়ে দেয়। আকস্মিক কোর টেম্পারেচার বা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নেমে যাওয়ায় শীত লাগতে থাকে। এভাবেই শরীর সংক্রমণের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলে।

উত্তর দিয়েছেন তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত