মূর্ছা গেলে যে প্রাথমিক চিকিৎসা নিতে হবে

মাঝেমধ্যে আমরা সবাই দুর্ঘটনার মুখে পড়ি। পড়ে গিয়ে ব্যথা পাই, রক্তক্ষরণ হয়। কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা করা গেলে বড় ধরনের সমস্যার হাত থেকে বাঁচা যায়। ‘দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা’ বইয়ে সেরকমই কিছু তাৎক্ষণিক চিকিৎসা সম্পর্কে বলা হয়েছে। ক্ষত সৃষ্টি, রক্তপাত, হাড় ভাঙ্গা, পুড়ে যাওয়া কিংবা সামান্য আহত হওয়ার ফলে যা যা হতে পারে, সেগুলোর প্রাথমিক চিকিৎসার উপায় বাতলে দেওয়া হয়েছে এই বইয়ে। বইটি ১৯৭৯ সালে প্রথম প্রকাশিত হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে। এরপর ১৯৮২ সালে মির পাবলিশার্স মূল বইটির ইংরেজি অনুবাদ প্রকাশ করে। ১৯৮৬ সালে দ্বিজেন শর্মার বাংলা অনুবাদে বইটি প্রকাশ করে মির প্রকাশন। বইয়ের লেখক ভ. ভ. ইউদেনিচ। বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য বইটি ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।

মূর্ছা গেলে দ্রুত প্রাথমিক চিকিৎসা নিতে হবেপ্রতীকী ছবি: প্রথম আলো

চাপজনিত লক্ষণপুঞ্জ

যে কোনো ভারী জিনিসে দীর্ঘ সময় চাপ পড়ে থাকলে (ধ্বসে-পড়া দেয়ালের ইট, মাটি, কাঠের গাড়ি ইত্যাদি) বড়সড়ো কোন ক্ষত বা অস্থিভঙ্গ ছাড়াই অভিঘাতের অনুরূপ অদ্ভুত ধরনের এক নিদানিক ছবি ফুটে ওঠে।

এ ক্ষেত্রে অভিঘাতের স্বকীয় লক্ষণগুলো (ফ্যাকাশে ভাব, ঠান্ডা ঘাম, সাধারণ দুর্বলতা, জড়তা, নিরোধ, রক্তচাপ হ্রাস, দুর্বলতা ও নাড়ির বেগবৃদ্ধি) তৎক্ষণাৎ দেখা দেয় না। এগুলো স্পষ্ট হয়ে ওঠে চাপ সরানোর কয়েক ঘণ্টা পর। দুর্ঘটনার ২-৪ দিন পর কিডনির কার্জকলাপের ঘাটতি পরিলক্ষিত হয়, প্রস্রাবের পরিমাণ যথেষ্ট কমে যায়, সাধারণ অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং পাণ্ডুরোগ (জন্ডিস), বমি ও প্রলাপ (যকৃৎ ও কিডনির কার্যকলাপের বিঘ্নজনিত বিষক্রিয়ার ফলে) দেখা দেয়। পা ফুলে যায় এবং কঠিন ও সাদা দাগসহ নীলচে হয়ে ওঠে। ধমনীগুলোতে স্পন্দন অনুভূত হয় না। রক্তসঞ্চালনের বিঘ্নের দরুন পা অসাড় হয়ে পড়ে।

চাপা পড়া মানুষকে উদ্ধার করা হচ্ছে, এ সময় দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে প্রাণ বাঁচানো সম্ভব
প্রতীকী ছবি: এএফপি

প্রাথমিক চিকিৎসা: আহতকে চাপমুক্ত করে তার পাগুলো অনড় করা প্রয়োজন। সম্ভব হলে পাগুলো বরফে ঢেকে দেয়া, অবেদনক বা ব্যথানাশক লাগান উচিত। অতঃপর রোগীকে শান্তভাবে ও সতর্কতার সঙ্গে যথাসম্ভব দ্রুত হাসপাতালে পাঠানো উচিত।

রোগী মূর্ছা গেলে সে হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়, জ্ঞান হারায় এবং ডাক বা চিমটি কাটার মতো বাহ্যিক উত্তেজনায় সাড়া দেয় না।

মূর্ছা

মস্তিষ্কে দ্রুত বর্ধমান রক্তাল্পতার দরুন আকস্মিক, সাময়িক মূর্ছা নানা ধরনের ক্ষতের একটি সাধারণ অনুষঙ্গ। প্রবল আবেগগত উত্তেজনা, পট্টি বাঁধার সময় বিশ্রী ধরনের নাড়াচাড়াজনিত ব্যথা অথবা পরিবহনের সময় ঝাঁকির দরুন মুর্ছা ঘটে থাকে।

রোগী মূর্ছা গেলে সে হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়, জ্ঞান হারায় এবং ডাক বা চিমটি কাটার মতো বাহ্যিক উত্তেজনায় সাড়া দেয় না। নাড়ীর গতি বাড়ে ও দুর্বল হতে থাকে, চোখের মণিগুলো স্ফীত হয় এবং মূর্ছা গভীর হলে সেগুলো আলোয় সাড়া দেয় না। মূর্ছার অবস্থা সাধারণত কয়েক সেকেণ্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে।

প্রাথমিক চিকিৎসা: পায়ের তুলনায় মাথা নিচু করে রোগীকে চিৎ করে শোয়াতে হবে। স্বচ্ছন্দ বাতাস চলাচলের জন্য তার কলার, বেল্ট, গেলিস বা আটোশাটো কোনো পোশাক পরা থাকলে, তা আলগা করা কিংবা খুলে দেয়া প্রয়োজন। সামান্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা স্মেলিং সল্ট নাকে দেয়া ও গালে হালকাভাবে চড় মারা উচিত। মুখে জলের ছিটা দিতে হবে। কৃত্রিম শ্বসন ও হৃৎপিণ্ড উত্তেজক প্রয়োগ করা যেতে পারে।