বিশ্ব মশা দিবস: বাঁচতে হলে জানতে হবে

আজ বিশ্ব মশা দিবস। চলতি বছরের এ দিবসের প্রতিপাদ্য, 'সবার জন্য সমান বিশ্ব গড়তে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ তীব্রতর করা'। ১৮৯৭ সালের ২০ আগস্ট, অর্থাৎ এই দিনে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস একটি স্ত্রী অ্যানোফেলিস মশার পেটে ম্যালেরিয়ার জীবাণু পান। এ থেকে প্রথম জানা যায় মানবদেহে ম্যালেরিয়া ছড়ায় মূলত মশা। দিনটিকে স্মরণ করতে ও সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয় বিশ্ব মশা দিবস। বাংলাদেশেও মশার মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হন বহু মানুষ। এই দিনে তাই জেনে নিন, মশা কেন কামড়ায়; জেনে নিন কীভাবে সচেতন হওয়া উচিত। সে লক্ষ্যে বিভিন্ন সময় প্রকাশিত 'মশাবিষয়ক' হাফ ডজন লেখা রইল পাঠকের জন্য।

মশা কামড়ালে চুলকায় কেন

আক্ষরিক অর্থে মশা আসলে কামড়ায় না

উত্তরটা জানার আগে মশা কামড়াতে পারে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ কামড়ানোর জন্য দাঁতের প্রয়োজন। কিন্তু মশার সে ধরনের কোনো দাঁত নেই। তাই আক্ষরিক অর্থে মশা আসলে কামড়ায় না। আসলে মশা তার মুখের বিশেষ একটি অঙ্গের মাধ্যমে মানুষ বা অন্য প্রাণীর দেহ থেকে রক্ত চুষে...

ফুসফুসে কি মশা ঢুকতে পারে

মানবদেহের ফুসফুসে কোনোভাবে কীটপতঙ্গ ঢুকলেও সেটা বেশিক্ষণ বাঁচবে না

শুধু মশা কেন? ছোট ছোট অনেক কীটপতঙ্গও পথ ভুলে ঢুকে পড়তে পারে নাক বা মুখের মধ্যে। মুখ থেকে চলে যেতে পারে সরাসরি গলায়। কাশি দিলে আবার বেরিয়ে আসে এসব দুষ্ট জীব। না বের হলে বড়জোর ঠাঁই হয় পাকস্থলীতে। কারণ, খাদ্যনালীর গন্তব্য সেখানেই। কিন্তু প্রশ্ন হলো, নাকে বা মুখে ঢুকে পড়া পোকা কি শ্বাসনালী ধরে ফুসফুসে ঢুকে পড়তে পারে?

মশা নিধনের একটি পরিকল্পনা

মশা
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান পরিষদের (সিএসআইআরও) উদ্যোগে জ্যামস কুক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখিয়েছেন, পুরুষ এডিস অ্যাজেপ্টাই (Aedes aegypti) কামড়াতে পারে না। শুধু স্ত্রী মশা ডিম দেওয়ার আগে অন্য প্রাণীর শরীর থেকে রক্ত খায়। পুরুষ এডিস মশাকে বন্ধ্যা করে কুইন্সল্যান্ডের নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেওয়া হয়। এভাবে তিন মাসের মধ্যে তাঁরা ৮০ শতাংশ মশার সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। এই সফল গবেষণায় অর্থায়ন করেছে...

মশা দিয়ে মশা দমন

বিজ্ঞানীরা এখন প্রাথমিকভাবে ‘মশা দিয়ে মশা দমনের কথা’ ভাবছেন

বিজ্ঞানীরা এখন প্রাথমিকভাবে ‘মশা দিয়ে মশা দমনের কথা’ ভাবছেন। তাঁদের মূল পরিকল্পনা হলো এডিস মশার বংশগতিক কোষের (জিনে) সংশোধন এনে পরিবর্তিত বা রূপান্তরিত মশা উদ্ভাবন করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া। এই রূপান্তরিত মশা হবে আগ্রাসী এবং নতুন প্রজনন বা জন্ম না দেওয়ার ব্যাপারে বেশি কার্যকর। অর্থাৎ, রূপান্তরিত মশার মাধ্যমে প্রকৃতিতে যে ডিম ও অপরিণত মশা আসবে, তা হবে ক্ষণস্থায়ী। সেগুলো বেশি দিন প্রকৃতিতে টিকে থাকতে পারবে না। এই পদ্ধতিতে...

শরীরের কোথাও মশা কামড়ালে ফুলে যায় কেন

শরীরের কোথাও মশা কামড়ালে ফুলে

যেখানে মশা কামড়েছিল, সেখানে এখন জ্বালা করছে। এখন উপায়? চুলকাতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চুলকাতে গিয়ে টের পেলেন, জায়গাটি ফুলে উঠেছে। কিন্তু কেন এমন হলো?

বিজ্ঞান কমিক: মশা তাড়াবেন কীভাবে?

মশা
প্রতীকী ছবি

আচ্ছা, সহজে মশা তাড়ানো যায় না কেন? কিংবা মশা কামড়াতে বসলে টের পাওয়া যায় না কেন সঙ্গে সঙ্গে? এসব প্রশ্নের উত্তর নিয়ে আব্দুল কাইয়ুমের বিজ্ঞান কমিক...