ফটোফিচার
২০২৫ সালের প্রকৃতির সেরা কিছু ছবি
শেষ হলো ‘ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা। প্রকৃতিপ্রেমীদের কাছে ‘ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা এক বিশেষ আকর্ষণ। প্রতি বছরের মতো এবারো প্রকৃতির অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন বিভিন্ন দেশের চিত্রগ্রাহকরা। সম্প্রতি সেরা ছবি ও ফটোগ্রাফারদের নাম ঘোষণা করা হয়েছে। এ প্রতিযোগিতায় ছয়টি মহাদেশের ৪৮টি দেশ থেকে অংশ নেওয়া কয়েক হাজার প্রতিযোগী ১৪টি ক্যাটাগরিতে ছবি জমা দিয়েছে। বিশ্বসেরা সেই ছবি থেকে কয়েকটি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশিত হলো।
১. মুখোমুখি
বিভ্রান্তিতে রয়েছে একটা ম্যান্টিস। শিকার ভেবে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ওটা আসলে একটা কর্ডিসেপস মাশরুম। চীনের গুয়াংডং প্রদেশের জঙ্গল থেকে ছবিটি তোলা হয়েছে। ইরিনা পেট্রোভারের তোলা এ ছবি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে উদ্ভিদ ও ছত্রাক বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে।
২. আগুন ও বরফের মেলবন্ধন
এক দিক থেকে ধেয়ে আসছে আগ্নেয়গিরির লার্ভা আর অন্যদিকে তা প্রতিরোধে জন্য দাঁড়িয়ে আছে বরফে ডাকা পাহাড়। আইসল্যান্ডের রেইকজেনেস দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সময় ছবিটি তোলা হয়েছে। অ্যাল কারমারেকের ড্রোনে তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ফটো সাংবাদিকতা বিভাগে স্বর্ণপদক জিতেছে।
৩. শিকলবন্দী হাতি
ছবিতে বন্যপ্রাণীদের প্রতি মানুষের নির্মম আচরণ দেখাচ্ছে। নেপালের বারদিয়া জাতীয় উদ্যানে শিকলবন্দী অবস্থায় রয়েছে এশিয়ান হাতিটি। শার্লট কিস্টের তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ফটো সাংবাদিকতা বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে।
৪. প্রাকৃতিক আতশবাজি
সূর্যাস্তের সময় জ্বল জ্বল করছে কিছু পেপালানথাস উদ্ভিদ। দেখে মনে হচ্ছে যেন আতশবাজি। ব্রাজিলের পাহারে ঘেরা ভেদেইরোস টেবিলল্যান্ডস থেকে ছবিটি তোলা হয়েছে। মার্সিও এস্টিভেস ক্যাব্রালের তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি পুরস্কারে উদ্ভিদ ও ছত্রাক বিভাগে স্বর্ণপদক জিতেছে।
৫. ভ্রমণসঙ্গী
ছবিতে দেখা যাচ্ছে, একটা কচ্ছপ সাঁতার কাটছে গভীর সাগরে। আর ওকে সঙ্গ দিচ্ছে ছোট এক সামুদ্রিক মাছ। দুটিতে নিশ্চিন্তে সাঁতার কাটছে। মিশরের আবু দাবাবের সাগরতলে ছবিটি তোলা হয়েছে। সিনা রিটারের তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে আন্ডারওয়াটার বিভাগে রৌপ্যপদক জিতেছে।
৬. পাখিদের মিলনমেলা
এক ঝাক পাখি উড়ছে নিজ গতিতে। ইংল্যান্ডের নরফোকের এক লেকে রেড নট নামে পাখিগুলো এসেছিল ঝাঁক বেঁধে। কোনো অজানা বিপদের গন্ধ পেয়ে উড়াল দিয়েছে। সেই অবস্থায় ছবিটি তুলেছেন ক্লাইভ বার্নস। তাঁর তোলা এই ছবি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে পাখি বিভাগে স্বর্ণপদক জিতেছে।
৭. হ্যালো, আমি ফড়িং
একটি সাদা ফুলের পেছন থেকে যেন হ্যালো বলছে নীল লেজের ড্যামসেলফ্লাই। ছবিটি ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের একটি বাগান থেকে তোলা। ররি জে লুইসের তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে অমেরুদণ্ডী প্রাণীর বিভাগে রৌপ্যপদক জিতেছে।
৮. সাঁতারু মেরু ভালুক
অনেক ঠান্ডা, একটু সাঁতার কেটে নেওয়া যাক। নরওয়ের স্ভালবার্দে এক মেরু ভালুক শিকারের খোঁজে সাঁতার কাটছে। টম নিকেলসের তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে স্তন্যপায়ী ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে।
৯. লেকের চোখ
যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে একটা উষ্ণ পানির লেকের ছবি এটি। দেখে মনে হচ্ছে হাতে আঁকা কোনো চোখ। লেকটির নাম গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং। যুক্তরাষ্ট্রের বৃহত্তম উষ্ণ পানির লেক এটা। ব্রায়ান ক্রিকের তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে পরিবেশ বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে।
১০. স্রোতের বিপরীতে
জলপাইরঙা একটা কচ্ছপ ছানা স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। দূরে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জার্মান ফটোগ্রাফার ড্যানিয়েল ফ্লোরম্যান। ‘আন্ডারওয়াটার’ ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে এই ছবিটি।