আমাদের শরীর প্রায় ৩৭ ট্রিলিয়ন (৩৭,০০০,০০০,০০০,০০০) ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। এর মধ্যে আছে প্রায় ২০০টি আলাদা ধরনের কোষ। এসব কোষ দিয়ে তৈরি হয় আমাদের পেশি, স্নায়ু, মস্তিষ্ক, চর্বি, গ্রন্থি, রক্ত, যকৃৎ, ত্বক ইত্যাদি। যা হোক, কোষ গঠনের এই প্রক্রিয়া আরও কিছুটা জটিল। যেমন আমাদের ত্বকের নিজস্ব কিছু কোষ আছে, যেগুলো চুল তৈরি করে। আবার আমাদের ত্বকে এমন কিছু কোষ আছে, যেগুলো চুলের রং নির্ধারণ করে। কিছু কোষ ঘাম তৈরি করে। আবার কিছু কোষ সূর্যালোকে তামাটে রং ধারণ করতে সহায়তা করে। এ ছাড়া আমাদের শরীরে রয়েছে প্রায় ৪০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। বেশির ভাগ ব্যাকটেরিয়াই আমাদের সুস্থ রাখে। তবে শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে যে দুর্গন্ধ হয়, তার জন্যও কিছু ব্যাকটেরিয়া দায়ী।
ভ্রূণ
গর্ভে বাচ্চা হওয়ার জন্য একটি ভ্রূণ বিকশিত হতে পারে। আট সপ্তাহ পরে বাচ্চার শারীরিক অঙ্গ তৈরি হতে শুরু করে।
গবেষণাগারে কি মানুষ তৈরি করা যায়
ল্যাবে মানুষ বানানো সম্ভব নয়। কারণ, কোষ কৃত্রিমভাবে তৈরি করা যায় না। আমরা যদি কোষ তৈরি করতে পারি, সেটিকে মানুষের ডিম্বাণু বা শুক্রাণু কোষে পরিণত করতে পারব। এরপর সেটাকে একটি মানবভ্রূণে পরিণত করা সম্ভব। এই মুহূর্তে তা সম্ভব নয়, তবে ভবিষ্যতে সম্ভব হতেও পারে।
*লেখাটি ২০২২ সালে বিজ্ঞানচিন্তা মার্চ সংখ্যায় প্রকাশিত