পোকারা কি ঘুমায়

পোকারাও আমাদের মতো চোখ বুজে ঘুমায় নাছবি: সংগৃহীত

দিন-রাত যখনই তাকাই, চারপাশে নানারকম পোকা তো দেখাই যায়। চেষ্টা করেও সব তেলাপোকা, মাছি বা এ ধরনের কীটের হাত থেকে মুক্তি মেলে না। তাই মাথায় প্রশ্ন জাগা স্বাভাবিক, পোকারা কি কখনো ঘুমায় না?

উত্তর: হ্যাঁ। পোকারাও ঘুমায়। তবে তারা আমাদের মতো চোখ বুজে ঘুমায় না। কারণটা মজার। তাদের আসলে আমাদের মতো চোখের পাতাই নেই!

তবে তেলাপোকার মাথায় শুঁড়ের মতো আছে। এগুলোকে বলা হয় অ্যান্টেনা। ঘুমানোর সময় তেলাপোকা এসব অ্যান্টেনা ভাঁজ করে ঘুমায়। কারণটা কিন্তু সেই একই! আমরা যেমন চোখের পাতা ফেলি চোখ বাঁচাতে, তেলাপোকা অ্যান্টেনা ভাঁজ করে একইভাবে নিজের সংবেদী অঙ্গাণু রক্ষা করতে চায়। সংবেদী অঙ্গাণু বলার কারণ আছে। তেলাপোকার চোখ দুই ধরনের। সাধারণ দুটো একক চোখ থাকে কপালে, আবার মাথার ওখানে কালো, কিডনি আকৃতির যৌগিক একধরনের চোখও থাকে এগুলোর।

আরও পড়ুন
আরও পড়ুন
পোকারাও ঘুমায়
ছবি: সংগৃহীত

এরকম সব কীটই ঘুমায়। মৌমাছিদের ক্ষেত্রে—আসলে, বোলতা, ভীমরুল বা এরকম সব প্রাণীর জন্যই এ কথা সত্যি—দেখা যায়, জেগে বিশ্রাম নিলে এরা যত সহজে চমকে ওঠে বা ধাওয়া করে, ঘুমালে এগুলোকে তেমন কিছু করতে দেখা যায় না সহজে।

আমরা সাধারণত যেসব মাছি দেখি, ফলে বা ঘরোয়া নানা কিছুতে বসে, ইংরেজিতে এগুলোকে বলে ফ্রুট ফ্লাই। বিজ্ঞানীরা পরীক্ষাগারে দেখেছেন, যেসব ফ্রুট ফ্লাইকে জেগে থাকতে বাধ্য করা হয়, সেগুলোকে কোনো সরল, গোলাকার মেইজ বা হেঁয়ালির ভেতরে ছেড়ে দিলে সহজে বেরিয়ে আসতে পারে না। শিখতে পারে না বেরোনোর পথ। অথচ যেসব মাছি ঘুমাতে পারে, সেগুলো সহজেই পথ চিনে চিনে হেঁয়ালি থেকে বেরিয়ে আসতে পারে।

অর্থাৎ ঘুম সব প্রাণীর জন্যই দরকারি। সে জন্য পোকারাও ঘুমায়। ঘুমাতে হয়।

লেখক: সহসম্পাদক, বিজ্ঞানচিন্তা

সূত্র: বিবিসি ফোকাস

আরও পড়ুন