হুমকির মুখে বেঙ্গল টাইগার
সুন্দরবনের বেঙ্গল টাইগার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঘের উপপ্রজাতি। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এরা শিকারে বের হয়, কম আলোকিত পরিবেশে এরা শিকার করতে পছন্দ করে। সূর্যের উত্তাপ থেকে বাঁচতে দিনের বেলা এরা ঘুমিয়ে কাটিয়ে দেয়। ২০১৪ সালের এক জরিপে দেখা যায়, মাত্র ২ হাজার ২০০টির মতো বাঘ বন্য পরিবেশে টিকে আছে। সরকারের বিভিন্ন বাঘ সংরক্ষণ কর্মসূচির কারণে বাঘের সংখ্যা হ্রাসের হার কিছুটা কমেছে।