ফটোফিচার
আণুবীক্ষণিক পৃথিবী
আমাদের চারপাশের জিনিসগুলো আসলে কেমন? প্রতিনিয়ত দেখি, কিন্তু সেভাবে খেয়াল করি না। যেমন এক ফোঁটা পানি বা এক মুঠো মাটি কিংবা আমাদের শরীরের কোষের কথাও বলতে পারেন। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কেমন দেখাবে এই চির পরিচিত জিনিসগুলো? ‘দ্য নিকন স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতা’টি হয় ঠিক এ ধরনের ছবি ঘিরে। বিশ্বের নানা প্রান্তের পেশাদার ও শখের বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে তোলা মাইক্রোস্কোপিক ছবি জমা দেন। প্রতি বছরের মতো এবারও সেরা ২০টি মাইক্রোস্কোপিক ছবি প্রকাশ করেছেন আয়োজকেরা। সেখান থেকে সেরা ১০টি ছবি প্রকাশিত হলো বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য।
১. কোষের দিঘী
যেন দীঘির জলে শাপলা ফুটে আছে। কিন্তু এগুলো আসলে ফুল নয়। ইঁদুরের মস্তিষ্কের টিউমার কোষের অ্যাক্টিন সাইটোস্কেলেটন, মাইক্রোটিউবিউলস এবং নিউক্লিয়াসের বিস্ময়কর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে ছবিতে। এটাই ২০২৪ সালের ‘নিকন স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায়’ প্রথম পুরস্কার জিতেছে। ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অগাস্টা বিশ্ববিদ্যালয়ের জর্জিয়া মেডিকেল কলেজ নিউরোসায়েন্স ও রিজেনারেটিভ মেডিসিন বিভাগের গবেষক ব্রুনো সিস্টেরনা ও তাঁর সহযোগী এরিক ভিট্রিওল।
২. আলোর ফোয়ারা
একটা পিন ও তার দেখা যাচ্ছে ছবিতে। আর আলোকিত অংশটি হলো পিন ও তারের মধ্যে বিদ্যুৎ চলাচলের ফলে তৈরি আলো। মূল ছবি থেকে ১০ গুণ বড় করে দেখানো হচ্ছে এখানে। এ ধরনের ছবি তুলতে ‘স্ট্যাকিং’ নামে এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে একাধিক ছবি তুলে সেগুলো একত্রিত করে একটি স্পষ্ট ছবি তৈরি করা হয়। ছবিটি মার্সেল ক্লেমেন্স নামে এক ইতালীয় বিজ্ঞানী তুলেছেন। এটি এ প্রতিযোগিতার দ্বিতীয় সেরা ছবি।
৩. পাতার বাবল
তৃতীয় সেরা ছবিটিতে ক্যানাবিস পাতার বাল্বস গ্রন্থি দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন ক্রিস রোমেইন। এখানে মূল পাতার ছবিটি ২০ গুণ বড় করে দেখানো হয়েছে।
৪. ইঁদুরের অন্ত্র
একটা ইঁদুরের অন্ত্রের ক্ষুদ্র অংশের ছবি এটি, ১০ গুণ বড় করে দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিজেনারেটিভ মেডিসিন ও সেল বায়োলজি বিভাগের গবেষক অ্যামি এনগেভিক ছবিটি তুলেছেন।
৫. অক্টোপাসের ডিম
ক্যারিবিয়ান সাগরের গভীরে লুকিয়ে থাকা অক্টোপাসের ডিমের ছবি এটি। এই মাইক্রোস্কোপিক ছবিতে তিন গুণ বড় করে অক্টোপাসের ডিম দেখানো হয়েছে। কিছু ডিমের মধ্যে হালকা বাদামি বর্ণের দুটি চোখ দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি বিভাগের বিজ্ঞানী টমাস বারলো ও কনর গিবন্স।
৬. স্লাইমে তৈরি ছাতা
ডিক্টিডিয়াম ক্যানসেলাটাম নামে পরিচিত ক্রিব্রেরিয়া ক্যানসেলাটা স্লাইম ছাঁচের মাইক্রোস্কোপিক ছবি এটি। ইমেজ স্ট্যাকিং, পোলারাইজড লাইট ও রিফ্লেক্টেড লাইট পদ্ধতি ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে ১০ গুণ বড় করে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের হেনরি কসকিনেন ছবিটি তুলেছেন।
৭. ঘাসের পাতার ফাঁকের সৌন্দর্য
কে বলবে ঘাসের পাতার মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে? ছবিটি দেখলে মনে হয়, কোনো অদ্ভুত প্রাণীর একটা দল চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আসলে এটি ইউরোপীয় সৈকত ঘাসের (Ammophila arenaria) পাতার ক্ষুদ্র অংশের ছবি। তুলেছেন অস্ট্রিয়ার আলোকচিত্রী গেরহার্ড ভ্লেসেক।
৮. ইঁদুরের মস্তিষ্কের নিউরন
একটা প্রাপ্তবয়স্ক ইঁদুরের মস্তিষ্কে স্ট্রাইটাম থেকে ডেনড্রাইটিক মেরুদণ্ডে আচ্ছাদিত নিউরনের ৬০ গুণ ম্যাগনিফায়েড বা বিবর্ধিত ছবি এটি। নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেসের বিজ্ঞানী স্টেফানি হুয়াং ছবিটি তুলেছেন।
৯. কদমফুলের জাল
এটা জালই বটে। তবে মাকড়সার জাল। জালে আটকে আছে কিছু পরাগরেণু। ছবিটা জার্মানির একটা বাগান থেকে তুলেছেন জন-আলিভার ডাম। মূল ছবিকে ২০ গুণ বড় করে দেখানো হয়েছে এখানে।
১০. ছত্রাকের জঞ্জাল
কালো ট্রাফল (Tuber melanosporum) নামে খুব দামি একধরনের ছত্রাক আছে পৃথিবীতে। এ ছবিতে সেই কালো ট্রাফলের ছোট অংশ দেখা যাচ্ছে। একে বলে স্পোর। ছবিটি ৬৩ গুণ বড় করে তোলা হয়েছে। চেক রিপাবলিকের চার্লস ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব এক্সপেরিমেন্টাল প্ল্যান্ট বায়োলজির গবেষক জ্যান মার্টিন ছবিটি তুলেছেন।