ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কার। বিস্তারিত আসছে শিগগিরই। তার আগে জেনে নিন চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বের নোবেলের এই পাঁচ অজানা তথ্য।
১
১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত ১১৩বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে, পেয়েছেন ২২৫ জন বিজ্ঞানী। এবারের ১১৪তম বারে এ তালিকায় আরও দুই বিজ্ঞানী যুক্ত হয়েছেন। চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় বিজ্ঞানী ক্যাতালিন ক্যারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়াইজম্যান। করোনাভাইরাসরোধী কার্যকর এমআরএনএ ভ্যাকসিন গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
২
১৩ জন নারী এ পর্যন্ত (২০২৩) নোবেল পুরস্কার পেয়েছেন। ১৩তম নারী হিসেবে এবারে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পেয়েছেন ক্যাতালিন ক্যারিকো।
৩
২০২৩ সাল পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ বয়সী বিজ্ঞানীর নাম ফ্রেডরিখ জি ব্যান্টিং (৩২)। ইনসুলিন আবিষ্কারের জন্য তিনি ১৯২৩ সালে নোবেল পুরস্কার পান।
৪
সবচেয়ে বয়স্ক বিজ্ঞানী হিসেবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৮৭ বছর বয়সী পেটন রাউস। ১৯৬৬ সালে তাঁকে টিউমারের জন্য দায়ী ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
৫
পিতা-পুত্র হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন সুনে বেরস্ট্রোম ও সোয়ান্তে প্যাবো। প্যাবো এই নোবেল পুরস্কার পান ২০২২ সালে, তাঁর বাবার ৪০ বছর পরে।