প্রাচীন ৭ জলদানব

একসময় পৃথিবী দাপিয়ে বেড়িয়েছে ডাইনোসরের মতো বিশালাকার সব প্রাণী। তারপর হঠাৎ উল্কাপিণ্ডের আঘাতে ধ্বংস হয়ে যায় ডাইনোসর। এগুলো ছিল মূলত স্থলজ প্রাণী। তবে ডাইনোসরের মতো কিছু দানবাকৃতির জলজ প্রাণীও ছিল এককালে। বহু বহুকাল আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো। এরকম ৭টি প্রাগৈতিহাসিক সামুদ্রিক দানবকে নিয়েই এ আয়োজন। 

১ / ৭
ছবি: লাইভ সায়েন্স

১. প্লেসিওসর

এদের দেহ ছিল অনেকটা নৌকার মতো। ঘাড় ছিল লম্বা। ছবিটি দেখে ডাইনোসরের কোনো প্রজাতি মনে হতে পারে। কিন্তু এটা আসলে প্লেসিওসর। ট্রায়াসিক যুগে—২৫ কোটি ১৯ লাখ থেকে ২০ কোটি ১৪ লাখ বছর আগে—এই প্রাণী পৃথিবীতে ছিল বলে বিশেষজ্ঞদের ধারণা। কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টার জীবাশ্মবিদ মাইকেল ক্যালডওয়েল বলেন, ‘এখনকার জলজ প্রাণীগুলোর তুলনায় প্লেসিওসর ছিল বেশ অদ্ভুত। ওরা বিশ্বব্যাপী ওরা ঘুরে বেড়াত।’ 

আরও পড়ুন
২ / ৭
ছবি: লাইভ সায়েন্স

২. ট্যানিস্ট্রোফিয়াস হাইড্রোইডস

এককালে পৃথিবীতে একটিই মহাদেশ ছিল। বর্তমানের ৭টি মহাদেশের সব ভূখণ্ডই ছিল সেখানে একসঙ্গে। প্যানজিয়া নামের সেই অতিমহাদেশ ভেঙে দুভাগ করে দেয় টেথিস সাগর। সেই টেথিস সাগরে এককালে বাস করত ট্যানিস্ট্রোফিয়াস হাইড্রোইডস। প্রায় ২৪ কোটি ২০ লাখ বছর আগে ট্রায়াসিক যুগে পৃথিবীতে ছিল প্রাণীটি। গবেষকেরা সুইজারল্যান্ড ও ইতালির সীমান্ত থেকে শনাক্ত করেছেন এগুলোর জীবাশ্ম। এদের ঘাড় ছিল প্রায় ১০ ফুট লম্বা। মাইকেল ক্যালডওয়েল বলেন, ‘প্লেসিওরের মতো এই প্রাণীগুলোরও মাথার আকার ছিল ছোট।’

৩ / ৭
ছবি: লাইভ সায়েন্স

৩. হেলিকোপ্রিয়ন

প্রাণীটি দেখতে অনেকটা হাঙরের মতো। এদের দাঁতগুলো দেখতে করাতের মতো ছিল। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের তথ্যানুযায়ী, ডেভোনিয়ান যুগ (৪১ কোটি ৯২ লাখ থেকে ৩৫ কোটি ৮৯ লাখ বছর আগে) থেকে ট্রায়াসিক যুগ পর্যন্ত পৃথিবীতে বাস করত এরা। এদের জীবাশ্ম পরীক্ষা করে জানা গেছে, লম্বায় এরা ছিল প্রায় ২৫ ফুট, যা বর্তমানের সবচেয়ে দীর্ঘ শিকারি মাছ—হোয়াইট শার্কের চেয়েও ৫ ফুট বেশি।

আরও পড়ুন
৪ / ৭
ছবি: লাইভ সায়েন্স

৪. হাবেলিয়া অপাটাটা

অন্যগুলোর তুলনায় হাবেলিয়া অপাটাটা আকারে ছোট। দেহের দৈর্ঘ্য ছিল মাত্র ৪.১ সেন্টিমিটার। এদের প্রধান খাদ্য ছিল সমুদ্রের ছোট মাছ। এই প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়। রয়েল অন্টারিও মিউজিয়ামের মতে, ৫ কোটি ৫০ লাখ বছর থেকে ক্যাম্ব্রিয়ান যুগে (৫৩ কোটি ৮৮ লাখ থেকে ৪৮ কোটি ৫৪ লাখ বছর আগে) এরা পৃথিবীতে বাস করত। 

৫ / ৭
ছবি: লাইভ সায়েন্স

৫. লিরাপ্যাক্স উঙ্গুইস্পিনাস

ক্যাম্ব্রিয়ান যুগে পৃথিবীতে রাজত্ব করত এই প্রাণী। দেখতে কোনো দিক থেকেই প্রাণী মনে হয় না অবশ্য! যেন একটা শেকড়যুক্ত গাছের গুড়ি পানিতে ডুবে যাচ্ছে। ক্যাম্ব্রিয়ান যুগের অনেক অদ্ভুত আর্থোপোডা গ্রুপের প্রাণীর মধ্যে এটা অন্যতম। লম্বায় ছিল প্রায় ৩.২ ফুট। শিকার ধরার জন্য মাথার সামনের অংশে থাকা নখের মতো অঙ্গ ব্যবহার করত। বিশ্বের সেরা শিকারীদের মধ্যে অন্যতম ছিল এই ঘাতক আর্থ্রোপোডা প্রাণীটি। 

আরও পড়ুন
৬ / ৭
ছবি: লাইভ সায়েন্স

৬. মোসাসরাস

এই তালিকার সবচেয়ে অদ্ভুত প্রাণী না হলেও জলদানব তো বটেই। প্রায় ৫৬ ফুট লম্বা এই দানব প্রাণী লেট ক্রিটেশিয়াস যুগে (৬ কোটি ৬০ লাখ থেকে ৮ কোটি ২০ লাখ বছর আগে) বাস করত। ১৭৬৪ সালে নেদারল্যান্ডসে প্রথম প্রাণীটির ফসিল পাওয়া যায়। মোসাসোরাস নিয়ে বিস্তারিত জানতে পড়ুন: প্রাগৈতিহাসিক জলদানো মোসাসরাস 

৭ / ৭
ছবি: লাইভ সায়েন্স

৭. প্ল্যাকোডন্টস

দেখে মনে হয়, জুরাসিক পার্ক মুভির কোনো ডাইনোসর। কিন্তু এগুলো বাস করত পানিতে। ট্রায়াসিক যুগে বর্তমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনে বাস করত এরা। এদের বিশালাকার দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে থাকত। এই দাঁতের সাহায্যে সমুদ্রের অতল থেকে মলাস্কা জাতীয় প্রাণী ধরতে পারত এরা। 

সূত্র: লাইভ সায়েন্স

আরও পড়ুন