ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতা ২০২৪

প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের ফটোগ্রাফার বা আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরায় ধরে রাখেন প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। বাগানের রঙিন ফুল, সবুজ গাছ ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপ ধরা পড়ে তাঁদের ক্যামেরায়। আর এ সব ছবির এক অসাধারণ প্রদর্শনী হয় ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায়। প্রতিবছর লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেন আয়োজন করে এই প্রতিযোগিতা। চলতি বছর এ প্রতিযোগিতার সেরা ১০ ছবি প্রকাশিত হলো বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য।

১ / ১০

বার্ডস্কেপ

‘বার্ডস্কেপ’ শিরোনামের অ্যাবস্ট্রাক্ট ভিউয়ের এই ছবি সব বিভাগের মধ্যে সেরা হয়েছে। ছবিটি যুক্তরাজ্যের আলোকচিত্রী জুন শার্পের। ছবিটির গাছের শাখা-উপশাখা, ডাল-পালা ও ফুল দেখে মনে হচ্ছে সারস, ময়ূর পেখম মেলে নাচছে।

২ / ১০

কুয়াশাভেজা

‘ইভানেসেন্স’ শিরোনামের এই ছয়টি ছবি পোর্টফোলিও বিভাগে প্রথম হয়েছে। প্রতিটি ছবিতে সাদা, কালো ও নীল রঙের মিশেলে একটি বিশেষ সৌন্দর্য দেখা যাচ্ছে। পাশাপাশি ফুলের পাপড়ি ও ডালে জমে থাকা কুয়াশার বিন্দুগুলো ফুলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহু গুণে। এই ছবিগুলো ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী অ্যানাইক গিটনি।

আরও পড়ুন
৩ / ১০

শরতের সূর্যাস্ত

অ্যানি গ্রিন-আর্মিটেজের তোলা ‘অটাম সানসেট’ শিরোনামের ছবিটি বিউটিফুল গার্ডেন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে। ছবির বাগানটি অ্যানি গ্রিন-আর্মিটেজের নিজের।

৪ / ১০

একলা

ব্রিডিং স্পেস বিভাগে প্রথম স্থান পেয়েছে আন্দ্রেয়া গ্রাহামের তোলা ‘দ্য লোন ট্রি’ শিরোনামের ছবি। যুক্তরাজ্যের ইরিরি ন্যাশনাল পার্কে তোলা হয়েছিল ছবিটি। কুয়াশার আভা, দূরের পাহাড়, নির্জন লেক ও একাকী গাছ—সব মিলে ছবিটি হয়ে উঠেছে অনন্য।

আরও পড়ুন
৫ / ১০

সাগরতলে ম্যানগ্রোভ

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের বুনাকেন ন্যাশনাল মেরিন পার্ক থেকে তোলা হয়েছে ছবিটি। ‘ম্যানগ্রোভ ট্রি ফ্রম আন্ডারওয়াটার’ শিরোনামের এ ছবি ক্যামেরাবন্দি করেন লীনা রায়। প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্টার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে তাঁর এই ছবি। জোয়ারের সময় ম্যানগ্রোভ বনের নিচের অংশ পানিতে ডুবে যায় এবং জোয়ার-ভাটার সময় বেরিয়ে আসে।

৬ / ১০

নাইজেলা

আলোকচিত্রী অ্যাঞ্জি ওয়ালেসের তোলা ‘ইথারিয়াল নাইজেলা’ শিরোনামের ছবিটি দ্য বিউটি অব প্যান্টস বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।

আরও পড়ুন
৭ / ১০

বরফে ঢাকা ফাঙ্গাস

‘দ্য ওয়ার্ল্ড অব ফাঙ্গাই’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এই ছবি। এতে দেখা যাচ্ছে, একটি গাছের কান্ডে জন্মানো ফাঙ্গাসে বরফ জমছে। ক্র্যাটেরিয়াম নামের এই ফাঙ্গাস দৈর্ঘ্যে হয় ১ মিলিমিটারেরও কম। ‘আইস ক্র্যাটেরিয়াম’ শিরোনামের এ ছবি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী ব্যারি ওয়েব।

৮ / ১০

ফায়ার অ্যান্ড আইস

‘ট্রিস, উডস অ্যান্ড ফরেস্টস’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ড্রু বাকলির তোলা ‘ফায়ার অ্যান্ড আইস’ শিরোনামের এ ছবি। দৃশ্যটি দেখা যায় ইংল্যান্ডের কুম্ব্রিয়া লেক ডিসট্রিক্ট ন্যাশনাল পার্কে। ছবিটি তোলা হয়েছে যখন ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের ওপর কুয়াশার চাদর ছড়িয়ে ছিটিয়ে ছিল। সূর্য উঠতে উঠতে কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছিল তখন।

আরও পড়ুন
৯ / ১০

লাল-হলুদের সমাহার

ছবিটি ইতালির বোলজানো শহরের। যেখানে বন্যফুল ফুটে ছেয়ে গেছে পুরা শহর। দূরের বাড়িঘর, নীল আকাশ, সাদা মেঘ আর ফুলের সমাহার মিলে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। অ্যালবার্ট সিওলানের তোলা ‘ফ্লাওয়ার মেডোজ অব দ্য প্লেটো’ শিরোনামের এই ছবি ওয়াইল্ড ফ্লাওয়ার ল্যান্ডস্কেপ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

১০ / ১০

টেস্টি

ফার্নান্দো আভাঙ্কার তোলা ‘টেস্টি’ শিরোনামের ছবি ওয়াইল্ডলাইফ ইন দ্য গার্ডেন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। ছবিটি শ্রীলঙ্কার কলম্বোয় তোলা হয়েছিল। কাঠবিড়ালিটি ঘাসের ফুলগুলো খুব মনোযোগ দিয়ে খেয়ে যেন পরীক্ষা করে দেখছে, এগুলো সুস্বাদু কি না।

সূত্র: বিবিসি, গার্ডেন সিলাস্ট্রেটেড ও ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অফ দ্য ইয়ার

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ