ক্যানসার কোষ থেকে মেদ কোষ

অতিরিক্ত মেদ আমাদের জন্য ক্ষতিকর। শরীর সুস্থ রাখার জন্য বা ছিপছিপে গড়নের জন্য মেদ ঝরিয়ে ফেলা দরকার। কঠিন ডায়েট বা ব্যায়ামাগারে কঠোর পরিশ্রমের পরই মেলে কাঙ্ক্ষিত শারীরিক গড়ন। কিন্তু ক্যানসার রোগীদের জন্য এই মেদ কোষই হতে পারে আশীর্বাদ। কারণ এমন ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা ক্যানসার কোষকে মেদ কোষে পরিবর্তন করে দিতে পারে!

মেটাস্টাসিস ক্যানসারের এমন এক পর্যায়, যে পর্যায়ে ক্যানসার কোষগুলো তার টিউমার ছেড়ে আশপাশের জায়গায়ও রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়তে চায়। আর এটাই সবচেয়ে ভয়াবহ। যেমন স্তন ক্যানসার ছড়িয়ে যেতে পারে অন্যান্য অঙ্গে, ফুসফুস বা যকৃৎ বা কোলন বা অন্য যেকোনো জায়গায়। তবে বিজ্ঞানীরা ক্যানসারের এই মেটাস্টাসিস পর্যায়কেই কাজে লাগিয়েছেন। এই পর্যায়ে ক্যানসার কোষগুলো খুব পরিবর্তনশীল থাকে। এই পরিবর্তন ক্যানসার কোষগুলোকে নতুন কোনো অঙ্গে আক্রমণ বা নতুন অঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। তখন একটি বিশেষ ওষুধ প্রয়োগে ক্যানসার কোষগুলোকে সহজে মেদ কোষে পরিণত করা যায়। ক্যানসার সেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে স্তন ক্যানসারে আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে সেই ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। তবে মানুষের শরীরে ওষুধটি কেমন কাজ করবে, তা এখনই বলা যাচ্ছে না। এর জন্য আরও পরীক্ষা দরকার, তবেই অনুমোদন পাবে ওষুধটি। কিন্তু সব ক্যানসার কোষকেই মেদ কোষে পরিণত করা সম্ভব নয়। সে জন্য ওষুধটির সঙ্গে প্রচলিত এবং এফডিএ কর্তৃক অনুমোদিত আরও দুটি ড্রাগ ব্যবহার করা হবে। এতে ক্যানসার ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।