সৌরজগতের বাইরের যেকোনো গ্রহকে বলে এক্সোপ্ল্যানেট। ১৯৯২ সালে প্রথম দুটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা হয়। বর্তমানে এর সংখ্যা ৫ হাজারের বেশি। সেগুলোর মধ্যে সবচেয়ে বড়গুলো নিয়ে এই আয়োজন।
গ্রহটির নাম ডব্লিউএএসপি-৭৬বি। ২০১৩ সালে এটি চিহ্নিত করা হয়। গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২,৫০০ ডিগ্রি সেলসিয়াস।
এইচডি ১৮৯৭৩৩বি গ্রহটি নীল রঙের, অনেকটা মারবেলের মতো। বায়ুমণ্ডলে সিলিকেট কণার কারণে এমন নীল দেখায়। এই গ্রহে প্রচণ্ড বেগে ঝড় হয়।
গ্লিসে ১১৩২বি গ্রহটি পৃথিবীর মতো হলেও এটি তার নক্ষত্রের খুব কাছে থেকে গ্রহটিকে প্রদক্ষিণ করে। ফলে তীব্র তাপের কারণে আগ্নেয়গিরি সক্রিয় থাকে। আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস একটি নতুন বায়ুমণ্ডল তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে।
কেপলার-১০বি গ্রহ প্রচণ্ড উত্তপ্ত, তাই এর পৃষ্ঠে থাকা উপাদানগুলো বাষ্প হয়ে মহাকাশে প্রবাহিত হয়। এই বাষ্প দেখতে জ্বলন্ত লেজের মতো দেখায়।
উপসিলন অ্যান্ড্রোমিডি-বি গ্রহটি হট জুপিটার ধরনের গ্রহ। দিনে এর তাপমাত্রা থাকে প্রায় ১,৬০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রাতে তাপমাত্রা নেমে যায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে।
এইচআর৫১৮৩-বি গ্রহটি বৃহস্পতির চেয়ে তিন গুণ ভারী। এর কক্ষপথ ডিম্বাকৃতির এবং নিজ নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করতে প্রায় ৭৪ বছর সময় লাগে।
এই গ্রহ ব্যবস্থার ৬টি গ্রহের মধ্যে ৫টি পরস্পরের সঙ্গে ছন্দময়তা বজায় রেখে চলে। তবে তাদের গঠন ও কক্ষপথের মধ্যে অস্বাভাবিক সামঞ্জস্য রয়েছে। এটি বিজ্ঞানীদের কাছে আজও রহস্য।