‘অ্যাবেল ২৩৯০’ গ্যালাক্সিটি পৃথিবী থেকে প্রায় ২৭০ কোটি আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রপুঞ্জে অবস্থিত। এই নক্ষত্রপুঞ্জে আরও প্রায় ৫০ হাজার গ্যালাক্সি রয়েছে।
মেসিয়ার ৭৮। পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে ওরিয়ন নক্ষত্রপুঞ্জে অবস্থিত। ইউক্লিড স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ছবিটি তোলা হয়েছে।
এটি একটি সর্পিলাকার ছায়াপথ। নাম এনজিসি ৬৭৪৪। লোকাল গ্রুপ থেকে ৩ কোটি আলোকবর্ষ দূরে এর অবস্থান। এ ছবির সাহায্যে গ্যালাক্সির মধ্যে নক্ষত্র তৈরির প্রক্রিয়া বুঝতে পারবেন বিজ্ঞানীরা।
‘অ্যাবেল ২৭৬৪’ গ্যালাক্সিটি ফিনিক্স নক্ষত্রমণ্ডলে অবস্থিত। পৃথিবী থেকে প্রায় ১০০ কোটি আলোকবর্ষ দূরে এর অবস্থান। ছবিতে কিছু গ্যালাক্সিকে একে অপরের চারপাশে ঘুরতে দেখা যাচ্ছে।
এটি ডোরাডো গ্রুপের ছবি। এর অবস্থান প্রায় ৬ কোটি ২০ লাখ আলোকবর্ষ দূরে ডোরাডো নক্ষত্রপুঞ্জে। ছবিতে দুটি গ্যালাক্সি কাছাকাছি দেখা যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, ভবিষ্যতে গ্যালাক্সি দুটি একে ওপরের সঙ্গে সংঘর্ষের ফলে একীভূত হয়ে যাবে।