বাংলাদেশের কিছু পাখি

ভিজ্যুয়াল স্টোরি

বিজ্ঞানচিন্তা প্রতিবেদক

রাঙ্গা মানিকজোড়

মানিকজোড় পাখির মধ্যে সবচেয়ে সুন্দর রাঙ্গা মানিকজোড়। সারাবিশ্বে প্রায় ১০-১৭ হাজার রাঙ্গা মানিকজোড় রয়েছে।

কাটুয়া চিল

কাটুয়া চিল শিকারি পাখি। ৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের এ পাখিটির ওজন (ভর) প্রায় ১৬৪ গ্রাম।

ধূসর বক

ধূসর বক প্রায় ১ মিটার লম্বা, ওজন দেড় কেজি। এরা ম্যানগ্রোভ বনে বাস করতে পছন্দ করে।

নীললেজ সুইচোরা

মাত্র ৫০ গ্রাম ওজনের এই পাখিটির দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার। প্রায় ৬ বছর বাঁচে এরা।

ধলাগলা মানিকজোড়

ধলাগলা মানিকজোড়ের ওজন ২ কেজির মতো হতে পারে। একসময় ইতস্তত ভ্রমণকারী পাখি ভাবা হলেও এখন এদের নিয়মিত শীতের পরিযায়ী পাখি বলে ভাবা হয়। ভারতের পশ্চিমবঙ্গ ও মালদহ জেলায় পাখিটির প্রজনন অঞ্চল রয়েছে বলে আমাদের দেশের পদ্মায় পাখিটি নিয়মিত দেখা যাচ্ছে, এমনটাই ধারণা পাখিবিশারদদের।

মাজলা বক

মাজলা বক গাছের মগডালে বাসা বাঁধে। দেশে প্রায় ১৮ প্রজাতির বক থাকলেও এই প্রজাতিটি হারিয়ে যেতে বসেছে।

প্রিনিয়া

প্রিনিয়া হলো গায়ক পাখি। প্রায় ১৪ সেন্টিমিটার আকারের এসব পাখি জোড়ায় জোড়ায় থাকে।