পৃথিবীর সবচেয়ে বড় পাখি

বিজ্ঞানচিন্তা প্রতিবেদক

হারপে ঈগল

হারপে ঈগল লম্বায় ও ওজনে পৃথিবীর সবচেয়ে বড় পাখি। দক্ষিণ আমেরিকার এ পাখির ওজন ৯ কেজি পর্যন্ত হয়। ওড়ে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে।

ওয়ান্ডারিং অ্যালবাট্রস

ডানার হিসাবে, বিশ্বের সবচেয়ে বড় ডানার পাখি ওয়ান্ডারিং অ্যালবাট্রস। এদের ডানা প্রায় ১১ ফুট লম্বা। ওজন ৬-১২ কেজি পর্যন্ত হতে পারে।

উটপাখি

উটপাখি প্রায় ৯ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৩০ কেজি। এরা উড়তে পারে না, তবে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এরা পায়ের আঘাতে সিংহকেও কাবু করতে পারে অনায়েসে।

বড় রিয়া

বড় রিয়া দেখতে অনেকটা উটপাখির মতো। তবে ওজনে মাত্র ৩০ কেজি। কিন্তু দৌড়াতে পারে ঘন্টায় ৬৫ কিলোমিটার বেগে। লম্বায় প্রায় ৫ ফুট হয় এসব পাখি।

ক্যাসোওয়ারি

দেখতে অনেকটা ডাইনোসরের মতো। ক্যাসোওয়ারি নামের এ পাখি পাওয়া যায় অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে। প্রায় ১৮ হাজার বছর আগেও ৬ ফুট লম্বা এ পাখি পালনের প্রমাণ পাওয়া গেছে।

ডালমেশিয়ান পেলিকান

ডালমেশিয়ান পেলিকান পাখি বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত পাখির মধ্যে অন্যতম। ১১ ফুট লম্বা ডানার এ পাখিগুলো সবচেয়ে উঁচুতে উড়তে পারে। এরা প্রতিদিন প্রায় ১.৮ কেজি মাছ খায়।

শুবিল

আফ্রিকার সবচেয়ে অদ্ভুত ও লম্বা পাখি শুবিল। ৫ ফুট লম্বা এ পাখি শিকারে সিদ্ধহস্ত। বেশির ভাগ সময় পানিতে থাকে, আর শিকার করে জলজ উদ্ভিদ। ওজন গড়ে ৫ কেজি।